কর ফাঁকির অভিযোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে দেশটির তদন্তকারী কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রণালয় বলছে, গুগলের বিরুদ্ধে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো কর ফাঁকির তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার অভিযান চালানো হয়েছে।
দেশটির স্থানীয় দৈনিক লা পারিসিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের কার্যালয়ে তল্লাশিতে অন্তত একশ তদন্ত কর্মকর্তা অংশ নিয়েছেন। অর্থমন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, স্থানীয় সময় ভোর ৫ টায় গুগলের কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের অর্থমন্ত্রণালয়ের এক সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, গুগলের কাছে থেকে কর ফাঁকির ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো আদায় করতে চায় ফ্রান্স।