Sunday, December 29, 2013

যানজট এড়াতে আসছে অভিনব বাস (ভিডিও)


আমাদের মূল্যবান অনেক সময় প্রতিদিন নষ্ট হয় রাস্তার যানজটে। ফলে গন্তব্যে সঠিক সময়ে পৌঁছানো যায় না। প্রাত্যহিক যানজটের সমস্যা থেকে মুক্তি দিতে যদি অত্যাধুনিক বাস চালু করছে চীন। যা অন্য গাড়ির ওপর দিয়ে অনায়াসে চলতে পারে। প্রায় দেড় শ কোটি জনসংখ্যার এই দেশটি ভয়াবহ ট্রাফিক জ্যামের শিকার। তাই চীনবাসীকে যানজটের হাত থেকে মুক্তি দিতে ‘ট্রানজিট এলিভেটেড বাস’ নামক আধুনিক বাস চালু করতে যাচ্ছে দেশটি। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাই-টেক এক্সপোতে এই বাসের মডেল প্রদর্শন করা হয়। যা সাড়া ফেলেছে চীনের জনসাধারণের মধ্যে।
চীনের প্রযুক্তিবিদরা জানিয়েছেন, ট্রানজিট এলিভেটেড বাস বা সংক্ষেপে টিইবি নামে বাসটি দেখতে হবে একটি সাবওয়ের মতো। এই চলন্ত বাসের তলা দিয়ে অনায়াসে গাড়ি যেতে পারবে। এটিও চাইলে অন্য গাড়ির ওপর দিয়ে যেতে পারবে গাড়ির কোনো ক্ষতি না করে। এলিভেটেড বাসটি সাবওয়ের মতো দেখতে হলেও সাবওয়ে নির্মাণের থেকে এর খরচ অনেক কম, মাত্র এক-পঞ্চমাংশ। এলিভেটেড বাসটিতে ১২০০ জন যাত্রী ধরবে। চলতি বছরের শেষ দিকে হেবেই প্রদেশের কিনহুয়াংডাও শহরে এই বাসটিকে প্রথম চালানোর পরিকল্পনা নিয়েছে চীন প্রশাসন।